হে কবিগুরু ! বাংলা মাত্রই যেন পরাণ -
তবু বিশ্বে গাহিলে সমস্ত মানবের জয়গান
ঝুলি ভরা কত বিশ্বশ্রেষ্ঠ জ্ঞানে
দানিলে অকাতরে --আপ্রাণে ,
শিশু, দীন-দুঃখী, মুক-বধির
তারাও পাক মাতৃ ভাষায় ত্রাণ ;
বাজিয়ে বীণা জাগালে বিশ্বে ,দেশবাসীর মান ।

মায়ের সে গর্বিত বাংলা-ভাষা
সঞ্জীবনী মন্ত্রে মুমূর্ষু জনে জাগাও আশা -
বঙ্গভঙ্গে আনিলে ভাইচারা, একতার উত্থান ,
হাতে-হাতে বাঁধলে রাখী, হিন্দু মুসলমান ।

কেন কালোমেঘ আজ ঘনায় !
ছিল কি কমি জ্ঞানে ও মানবতায় ?
কেন ? কেন ? আজ অন্তরাত্মা পিষ্ট নির্মম জাঁতায় !
হে রবি ! শ্রাবণের বাদল হয়ে ঝরাও শান্তির জল ,
পুনঃ সশক্ত করো ঘঁষে--মেজে সে সমস্ত দুর্বল ।

(০৭-০৮-২০২৪)ভ্যাংকুভার , কানাডা ,
(০৭-০৫-১৮৬১—-০৭-০৮-১৯৪১)