কর্মধারায়, বোধ ও জ্ঞানে
হয় না মন ,সবার সমানে ,
জীবনের ধাপে ধাপে ভিন্নতা
মতে ভরা যেন অমিল খাতা ।
কমই জ্ঞাত সুরূপটি তার
যদিও আশা ভরা উদ্দীপনার ।
পুরাতন পন্থীর বলা যা-যা সার
সততায় মান্য সব একাকার ,
গুরুর সাবধান বাণী- সমাচার
বাড়িও না পা,-সীমার এক্তিয়ার ।
পচাপুকুরে কচুরীপানা ভাসে
রপ্ত কর জীবন এমনি অভ্যাসে ।
পিচ্ছিল পথ, মেলে সাথী ভণ্ড
যদি অদেখা অধুনা কর্মকাণ্ড ,
হলে হীনমন্যতা বাঁচার মানদণ্ড -
একদা জীবনটা হয় লণ্ডভণ্ড ।
(২৯-০৫-২০২৪)