শিক্ষা-দীক্ষায় প্রজ্ঞাবান
মানবতার গুণে মহান -
ছুঁয়াছুঁত্ আর উঁচনীচ
ভাবনায় আছে ধ্যান ।

নিম্ন জাতে জন্ম একবার
না আছে মুক্ত অধিকার -
এ অসাধ্য, কঠিন ব্যাপার
সমাজের উঁচ্চাসনে বসার ।

বাঁচা, মুমূর্ষু রুগীসম প্রাণে
হীন নজরে কাটে জীবন -
স্বার্থীর দম্ভ স্বভাব গুণে
পতিত নয় মুক্ত, এ জনমে ।

দোহাই দিয়ে ভগবান
গড়েছে সমাজ নিয়ম জাল
যাবে না কক্ষনো মোছা ,
যতই কর হরতাল !

নীতির শিকড় অতি গভীরে
পোঁতা হয় শোষণ জন্যে ,
দেশের সামগ্রিক বিকাশে
এখনো এ নিয়ম মান্যে ।

(৩১-০৫-২০২৪)