কর্ম ও চলা নিয়ে অস্থির -
এটা না ওটা, উঠতে বসতে
বাধায় ভরে মনটা- অস্বস্তির ,
তুমি কে যে মুক্ত- স্বাধীন ?
থাক শাান্ত হয়ে যেমন মীন ।

ফেঁসেছ জীবন বন্ধন কলে
যেমন আর পাঁচজন চলে ?
তেল সলতে পুড়িয়ে টিমটিম্
তুমিও চালাও বাকি কটা দিন ।

হোক না শুদ্ধ বোধ জমা  
জানিও চলারও আছে সীমা ,
ভরা বাধা, নয় তা অতিক্রমণ
যতই করা না কেন মুক্তিতে পণ ;
পার পায় না সোহাগী মন ।

জনমটাই গণ্ডিবদ্ধ জীবন ,
তুষ্টি মনে তাকে করিও যতন ।

(২৯-০৫-২০২৪)