শুদ্ধ-টা ঘুলিয়ে ঘুলিয়ে করা জল
চৌকশ কারসাজি ,ধূর্ত চালে ছল !
মহাজ্ঞানী কী করে চলে পথ পরে ?
ফাঁদ পাতে ছল, কুবুদ্ধির জোরে
অজ্ঞতা জ্ঞানাচারে মন দেয় ভরে ,
ছলের বাঞ্ছা ভুলটা,জ্ঞনী নিক ধরে ।
জ্ঞান যদিও মুক্ত অসীম, তার ধারা
ধূর্তছল সত্যটা স্বমূলে করে ন্যাড়া ,
স্বর্ণাভ চমক চড়ায় সে জ্ঞান-’পরে
ছলমন্ত্র শিক্ষায় বেশ টেঁকসই করে-।
যদিও জ্ঞান বদ্ধ আজি, অন্ধ কারায়
ইন্ধন জোগায় না তারে জ্ঞান বোঝায়
দয়া-মায়া,ত্যাগী বিচার- ভস্ম ধরায়
অনভ্যাস-এ সে জ্ঞান চেতনা হারায় ।
কাজে আসিল না সে জ্ঞানের আলো
অগত্যা শেষে জ্ঞান, অস্তাচলে গেল ।
(ইং-২২-০৩-২০২০)