সময়ের দাম নাই ! এ নিয়ে কতর হতাশা ,
তর্ক জুড়ে রোগে ধরে, মাথাব্যথা ;
পুকুর পাড়ে ষাঁড়ের লড়াই খাসা -
উদগ্রীব দর্শক- সে সুখরোচক দৃশ্যতে মাতা ।
কেচ্ছা জুড়ে ভাষণে নেতা
বানের মত জোটে শ্রোতা ;
গুরুর ভাবের পরাজগতের বচন
সবে সময় দানে, মনের মতন ।
ফিজুল কথার মজলিসে
কত-কত ঘন্টা কাটে আয়েসে ।
সময়ের দাম আছে ভরে সংসারে
যে যেমন বুঝে নেয় বিবেক পরে ।
সময়ের দাম নাই, তাই হা-হুতাশ
আছে বাঁচায় মহা দাম
যার যেমন মনে ধরা কাম ,
শোন উপদেশ , যারা খেলে তাস ।
(১০-১০-২০২৩)
কাম > কাজ ।