হইয়ো না মিছা উতলা -
সব যেন খেলা-খেলা -
জনতা বোঝে- কি না !
স্বার্থটা বিশুদ্ধ জানা-
দেখা যায় কর্ম মান ,
যাদের থাকে বাঁচার টান
তোলপাড় করে আশমান ,
কত চায় দেশ উত্থান -
অগ্রে থাকে নবীন পরাণ ।
প্রায় এমনও দেখা যায়
কে খায়- বা গেল গোল্লায় -
দেখার সময় কোথায় ?
সুযোগে ওরা দেশ সম্পদ হাতায় ।
কে বা সৎ, কে বা সম্মানী জগৎ
লিখে দেয় খৎ ,
সব ব্যাটা সময়ে অসৎ ।
সহজ নয় আদর্শ পথে চলা ,
এ পথে ধকল যে মেলা ।
(০৫-০১-২০২৫)