আমি বিজ্ঞ, কাজে দাপট -
মঞ্চে বলি কথা,-অকপট ,
বিশ্ব নিয়ে মাথায় করি
দ্রোহ বাক্য কেবলি ছুড়ি ;
দূষণে-দংশণে পরাণ -
বলে বলে বাড়াই মান ।
ঘরের পাশে খোলা নর্দমা -
তাকে নিয়ে মুখ খুলি না ,
এ যে তুচ্ছ রাজনীতি ;
শুধু দোষ ধরি বিশ্বনীতি ।
সব ধর্ম হিংসুক- খারাপ ,
আমার ধর্মে ছাড়- মাপ ;
পরদেশে বাস- কসাই -
আর !এখানে বাবুমশাই ।
সবারে ভাবি স্বার্থী-ঢেঁকি ,
এমনি সবার চরিত্র আঁকি -
চিত্তে চিন্তা, বাসা- দানা -
দীর্ঘদিনে গড়েছে ভাবনা ,
এটাই জ্ঞান মুখ্য জানা -
আস্থা-দুয়ারে দিলেও ধরনা
এ রক্তবীজ ধোবে না !!
(২৪-০৯-২০২৪)--ভ্যাংকুভার , কানাডা ।