সবার একটা বাজার থাকে
সতের বাজার কৈ ?
গাছে ওঠার সিঁড়ি আছে
সত্যের বেলায় কৈ ?
টাঁকশালে অনেক টাকা আছে
গ্রন্থগারে থাকে বই
রং ধনুতে সাত রং আছে
সততার রং কৈ ?
পরিশ্রমীর অনেক নাম ডাক
ইতিহাসে সুশোভিত ভরা পাতা ,
গাধা-গরু-ভেড়া, খাটছে অযথা
সততায় বোধগম্য হয় কি ব্যথা !

(২০-০৯-২০২৪)-