মন খারাপের সূত্রগুলি ঘরে বসে পাই -
সর্বদা চোখ কান নাক বন্ধ রাখা দায় ,
মুখ খুলতে বাধ্য শামুক, শ্বাস নিতে যে তাই ;
নিজ ভিতে পায়চারিতে কতক্ষণ পারা সেতায় ,
সে চিন্তা যায় না, আরো ডুবায় ভাবনায় ।
ডিজিটল জমানা, ইন্টারনেট ,-----
সেই চালায় সময় ,
রসদ পেয়ে সুদিনে, ঊদ্ভট শিক্ষা জড়ো মাথায় ।
মায়া-মমতা-সংস্কার সবই তুঙ্গে তুলে –
আরো আচার নীতি ভুলে
অজানা মোহময় অতল তলে যাচ্ছি চলে ,
মেকি সুখ, রঙ্গ রসে, দিনগুলি যায় ।
চিন্তাশূন্য স্বাচ্ছন্দ্য, সদিচ্ছা ---তর্ক
ফাঁকতালে পূর্বজ জমানো জ্ঞানপুঁজি ,
দণ্ড স্বরূপ চুকাতে হয় দাম-মূল্য-অর্ঘ ।
স্বশরীর থেকে পরিবার -সমাজ- দেশ ,
খোয়াতে হয় প্রয়োজনীয় মানব মূল্য অশেষ ।
(২০-০৯-২০২৪)