খেটে খাওয়ারা প্রায়ই ঠকে -
শোষকেরা বুকে পেরেক ঠোকে ,
শঠেরা শ্রেষ্ঠ, শোষণ ধর্মে
তারাই ভাগভাগি করে বর্গে-বর্গে ;
সুরম্য অট্টালিকায় বসবাস স্বর্গে ।
মরমে মরি দুঃখে
ধর্ম করেও ,সৎ ঝিমায় ,
অধার্মিক সে সুখে খায় ;
কোন পথে যে যাই -
ভেবেই মাঠেমারা তাই ।
শুনছি অন্যায় করে
জেলে সে ঘানি টানে ,
দোষ , একটা মুরগি মারে
আর ঐ ভদ্রলোক ! টাকা মেরে ,
সুনামে, সংবাদে পাতা ভরে -
সুখেও আবার বিদেশ ঘোরে ।
বই পড়েই বাড়ে সংখ্যা বেকারের
সৎ পথে চাকরি হয় না সবার -
অসতের ঘরে সব চাকরী চোরের ,
সুখে করে ঘর সংসার ।
(২০-০৯-২০২৪)