জীবনটা ভরে আছে কত তামাশা
থাকে প্রচণ্ড টান লাভের ব্যবসা ,
সেথা ভাই দ্যাখে না-- বাপ -
সে ঋণদাতা প্রভু, পায় না মাপ ;
খল বোঝে না ভালোবাসার ভাষা ।

দিশাহীন ঘূর্ণি ঝড় -
মানে না আপন পর ,
অকালে সব করে তছনছ-সংহার ;
অগত্যা, ব্যবহারিক সূত্র টেনে
মানুষ অন্ধ মনে জপে মালা ,
এ বেড়া ছাড়া মন্ত্র কর্ণে- শোনে
ধর্মের শিক্ষা, এতেই নাকি ভলা !

দূষিত হলেও সে প্রাণ-জল -
বিপাকে, সাম্যবাদ হয় হলাহল !
বলে, ধর্মের জন্মদাতা সে জনক -
ধর্ম-কর্ম, পাপ-পুণ্যি ,স্বর্গ-নরক !

ঝঞ্ঝাট বিহীনে হেসে খেলে
যদি কপটশূন্য এ জীবন চলে -
সেমত মনুষ্য সমাজ হবে আবাদ,
আজ কত যে দূরে ঠ্যালে- সে সাম্যবাদ ।

(২৭-১১-২০২৪)
"রুবাইয়াৎ -ই -রেজাউল (৩২৭)" > কবি , রেজাউল করিম সোহাগ ।
তাঁর রুবাই কাব্যে মুগ্ধ হয়ে, সম্মানীয় কবির নামে তাঁকে এ কাব্য উপহার স্বরূপ রাখা , আসরে ।