আমি কে , আমার কথায় হবে কি কাজ ?
আজ যা দেখছি পশ্চিম বাংলার বুকে
সামলানো যায় না মরমের লাজ ।
এত দিনে কি দিল শিল্প ,রোজগার ?
শুধু দেখা দুর্নীতি ও ব্যভিচার !
শক্তি লাগিয়ে, পুলিশ লেলিয়ে ,
প্রদেশটা করছে ছারখার ।
নিজ অযোগ্যতা ঢাকতে তোষামুদে নীতি
দালালপনা কর্ম প্রীতি ,
বেঅকুফ বানিয়ে জনগণ
চায়, দুর্গা রূপে নিজের পূজন ।
অধঃপতনের তলানিতে আজ প্রদেশ
বেকুফের হদ্দ ! যার নেই শেষ ,
পরিবর্তনের সুড়সুড়ি- দিয়ে ডাক
আর কত হবে বাসিন্দারা অবাক ?
এক সময় প্রদেশে আসে নিজ স্বার্থ নিয়ে
কত কি আজব কথা বলেছিল বুকফুলিয়ে ,
আপন ভোলা শিক্ষিত বাঙালি
ভারতের বুকে প্রকাশমান যেন হেঁয়ালি !
(১২-০৪-২০২৫)