মনে আসে না- ঘূর্ণাক্ষরে, বিন্দুমাত্র ,
অবিশ্বাসী কথা !যদিও সুখ-ই শত্রু ;
বাস্তবে আছে প্রমাণেতে খুব ,
সুখ, সহজে ডেকে আনে দুখ্ ।
সংসারের প্রতিটি কাজে
হঠাৎ সুখের আগমনে -
পলকে দম্ভ ভরে মনে ,
অসুখ চিন্তা বাড়ায় বাজে ।
বিছায়ে শীতল ছায়ে- আঁচল
দুঃখকে যে করে চোখের কাজল ,
আরো আদরে করে-আরাধনা
একদা গুপ্তজ্ঞান তার হয় জানা ।
সংসারে ঘুরপাক খেয়েও অনর্গল ,
অনেকে পায় না শুভফল ।
দুঃখ-কষ্ট-যন্ত্রণা ,পুণ্যির-অমানত ,
ধমনীতে ধরে শীতল রক্ত
অমিল, স্থির-অচঞ্চল ভক্ত ,
সদা ধরে দিনচর্যা, সুখ কসরত ;
তাই, লাঠালাঠি ভরা এ জগৎ ।
(০২-০৩-২০২৫)