নাইতে নেমেছি শীতল সরোবরে -
এ জ্ঞান ছিল না জানা ঘূর্ণাক্ষরে ,
কে যেন শিখালো মন ভরে -
'ওরে ! পদ্মদলে চুলকানি ধরে' ।

তাই ফেলেছি উপড়ে শতদল ,
চাই নির্মল- স্বচ্ছ জল ।
আবার ধরণটা যেন বাঁচব সুখে ,
ঝাল খাই পরমুখে -
সব হয় সম্ভব, পূর্ণ হল খোয়াব ;
আসলে সে চুলকানি যায় না !
তবু বদলায় না আমার ভাবনা –
রয়ে গেল চিরাচরিত স্বভাব ।

এবার জলে দেব-- ঢেলে বিষ -
মাছের কি হবে ? তার না চিন্তা হরগিজ ।

(২৮-১১-২০২৪)
খোয়াব > স্বপ্ন । হরগিজ > ঘূর্ণাক্ষরে ।