হৃদয়দ্বার যদি থাকে উন্মুক্ত সততায়
বহু মূল্যবান দৃশ্য দেখা যায় ক্ষমতায় ,
আবার ছলযোগের কথাও জানা যায়
আত্মা শক্তি যোগায় মহৎ ভাবনায় ।
পারদ জলে শুদ্ধ হয় মূল্যবান সোনা ,
বিপদে-বন্ধু ক’জন, হাতে যায় গোনা ।
মুনাফা যার জীবন সম্বল অতি জ্ঞানবুদ্ধি ,
হাজার বার গঙ্গাস্নানে হয় না আত্মা শুদ্ধি ।
জ্বলে দেশ, নিরো বাঁজায় মনঃসুখে বাঁশী ,
অভাবীর মৃত্যু , নিরো যে মহানন্দে খুশী ।
যুগে যুগে এ নিরোরা রবে এ ভূবন পরে ,
মৃত্যুজ্বালা দেখে তবু ,কৈ বা টনক নড়ে !
(ইং-২৯-০৩-২০২০)