জল বিনে বাঁচে না মাছ
সুতো বিনে হয় না কাপড় ,
এদিকে মিড়িয়া শূন্য মস্তিষ্ক
গণতন্ত্রে দেহমন যে নড়বড় ।

মাথায় কেহ ভরলে ভূষি
চলবে জীবন খামখেয়ালী
সামনে দেখা- মরু হরিয়ালী ,
ধাঁধাঁভরা চোখ, মুখে হাসি ।

দেশই বড় ; ব্যক্তি নয় ?
জননেতার মহান ভাবনায়
স্বদেশের শ্রীকায়ায় হয় উত্থান ।
নারদ যদি নিজ স্বার্থে
বাজায় রাতদিন বীণ
সে সুর , মানবে ঘনাবে দুর্দিন ।

(০৭-০৯-২০২৩)