সমাজ আজ অনেক অনেক সভ্য বটে ,
ডাণ্ডা মেরে শাসন--- মেরে-কেটে
মনে হয় সে দিন চলে গেছে ,
নব পায়তারায় শাসক এখন মুগুর ভাঁজে ।
ভরসায় নারদ ,শাসককূল তরতাজা ,
মিড়িয়া ধরে, তাঁরা বাদশা- মহারাজা ।
হাবড়ে পড়লে হাতি ,
কোন ফল হয় না মাতামাতি
সাংবাদিক বেচারা ব্যতিব্যস্ত নিয়ে ঘরকন্যা !
দেশোত্থানে পরম কর্তব্যে ভুলছে চেতনা ।
বাঁচায় চাই শক্ত অবলম্বন খুঁটি
তাঁরা নারদদেবতার গুণাবলি মানেন খাঁটি ।
বোধের স্তরে দেশের আদর্শ ভুলে
কিছু করার নেই , এমনি স্থিতি নারদকুলে ,
রক্ষা কর জগদীশ্বর---- প্রভুমহেশ !
কবে হবে এ ভাবনায় পরিত্রাণ- শেষ ?
(০৭-০৯-২০২৩)