কে যে রেখেছিল এ নাম
মহামতি প্রভুভক্ত নারদ !
আকাশ-পাতাল যমালয়ের সারা খবর
স্বর্গে পেশ করেন যিনি মুখরোচক রসদ ।
তিনি যে সর্বদেবতার মহান পূজিত
কত ধুরন্ধ দেবতা ভয়ে থাকেন ত্রস্ত !
সেমত দেবতার বরদানে
আজি এ মিডিয়ার যুগের অবদানে
এক নারদ নয় হাজারো
গুণে দেশের সাংবাদিকে দেখি না ব্যাতিক্রম
তাঁরা কর্ম করেন দেশ হিতে হরদম ,
খুশীত পোয়াবারো ,ধনে ও মানে ।
যদিও দেশ গড়ার কাজে তাঁর অহম ভূমিকা
কী যায় বার্তা মিডিয়া দ্বারা জনশিক্ষা ?
নারদে নারদে পাটা সংবাদ মাধ্যম ;
তাঁদের দ্বারা শাষক গোষ্ঠী- ভরে দম ।
(০৬-০৯-২০২৩)