পরিবার-মাাতা-পিতা-গুরুজন
পাঠশালা-বিদ্যালয় ,মঠ-মন্দির ;
দেখি না মুখ্য চিন্তনে কোন অন্তর ,
গুণ-জ্ঞানে তারা ভরেন মানব মন ।

সেও এক-গুরু সাংবাদিক ,শিক্ষক
রাজনৈতিক জ্ঞানের খনি-সাগর  
আদর্শ দেশ গঠনের দেন খবর ,
তাঁরা চৌথস্তম্ভ , দেশ রক্ষক ।

ভেদাভেদ গুণে- নারদ মহান
দেবতাও- তাঁরে করেন সম্মান ,
গণতন্ত্রে সাংবাদিক- গোবেচারা
মন-মস্তিষ্কে ধারণ নাদর চেহারা ।

(০৯-০৯-২০২৩)