পশুরও বড় কাজ- এমনি ধারা
খাওয়া ও প্রাতঃকৃত, চাপে পড়ে করা ,
মহান ভগ্যধারী সে নর -
সে রাখে মহান মহান খবর ।
গুণে, মস্তিষ্কে ভরা ধার -
শ্রেষ্ঠতার আসনে উপবেশন যে তার ।
দায়ে ধার দিলে ধার- বাড়ে ,
একস্থানে পড়ে পড়ে তাতেও ঝং ধরে ।
মানুষ সে কেন যাবে বাদ -
তারও তো আছে ভালমন্দ সাধ ।
করে সমীক্ষা , ন্যায়-অন্যায় বিচার -
চিন্তা-চৈতন্য ফিরুক মন, সবাকার ।
যখন জীবনের লক্ষ্য, বাঁচা ও বাড়া -
কেন আচরণ হবে ? সব লক্ষ্মী-ছাড়া !
জানি সুযোগ পায় নি মন পালটাতে
তাই অপকর্ম, বোকামীতে মাতে !
একদা অকূল পাথারে সে নিজে ডোবে -
অন্যরে সুস্থ্যতে বাঁচতে দেয় না ভবে ।
(২৪-১২-২০২৪)
“সমাজের অন্ধকার দিকগুলোকে চিহ্নিত করা জরুরি”।আমার কাব্য “প্রভু করায়” সেখানে কবি প্রসূন গোস্বামী তাঁর মন্তব্যে মুগ্ধ হয়ে আমার এ কাব্য তাঁর সম্মানে উৎসর্গ করা ।