অপশব্দ হরদম শুনি ,
তীক্ষ্ণ কত বাক্যবাণে -
জীবনঘানিটা-- টানি ।
কর্কশ-তেতো ,ঘৃণ্য কত
আর দেয় না দুখ্-- ;
ভুগছি কত অসহ্য যতো
আমি এক বন্ধ্যা মালি ,
কত মানুষ ,কতই মুখ
উপহারে পাই গালি ;
আমার এটাই যেন সুখ ।
বিষ ঢালা অবুঝ আত্মার
যাবে কেন ফেলনা ?
শ্রাবণ ধারায় বর্ষণ তার
শত মানায় থামে না !
(০২-১০-২০২৪)