পেছনের লেজটি আজ শূন্য !
তাই যেন অন্য নামে- মান্য ,
সদ্য গাছ থেকে মাটিতে নামা -
বুদ্ধি বলে পরেছি, কাপড়-জামা ,
পৈত্রিক রক্তদোষ যায় না মোছা
ক্ষণে ক্ষণে করি রঙ্গ, চড়ে মাচা -
এ জীবন কায়দাকানুন ভরা ঢং
স্বভাব যে বলবৎ অনাচার- রং ।
গায়েতে আবার পুরু চামড়া -
বাঁনরের বাদরামী হয় না ছাড়া ,
কেহ করে না ক্রোধ বা বিদ্রূপ !
সকলের মনে হয় একই রূপ ;
আছে গুণাগুণ, কম ও বেশী
এমনি আচরণ ভালোবাসাবাসী ,
বংশ পর্যায়ক্রমে কটছে যুগ ।
সমাজে জেগে ওঠে- বিষফোঁড়া ,
কালের জোয়ারে- এ নৃশংসধারা ।
(২৫-১০-২০২৪)