আমি এক দু’পেয়ে জন্তু, শুভ করি পয়মল ,
করি নাই জীবনে কিছু- জানি লোকাচার ছল ।
করি অনেক সময় নষ্ট- নানাখানা লেখার মিছু ,
অনেক খোরাক নষ্ট করি, দেই না কারো কিছু ।
বাক্য ভরা গালি-বুলি, অখাদ্য শব্দ-উচ্চারণ ,
জানি একদা ফলটি পাব দুর্দিনে ঘনাবে মরণ ।
রাজা বাদশা ভাল করে, ইতিহাসে তার স্থান
আমি কোন-ছা কর্ম করি ,কেন পাব জনমান ?
অকাজে উপদেশ দেই, তা’ নিয়ে সদা মাতম ,
ঘৃণার পাত্র হয়ে আজি বৃথা যাবে মোর জনম ।
ভুখারে কৈ দিলাম রুটি , পিপাসার তরে জল ?
অমানুষ, অধম, স্বার্থবাদী, বিচারে পুষি খল ।
সময়-সুযোগ, শক্তি-বল্, সবই দেয় যে দেশ ,
পরকে কৈ দিতে পারা ? মানবতাবদী সন্দেশ ।
বোকার মত চিন্তা শূন্য ঘুমিয়ে কাটাই জীবন ,
জাগাতে পারি না জনতা , শত চেষ্টায় যতন ।
পরদোষ খুঁজতে খুঁজতে বিবেক ধ্বংস আজ -
মুখ দেখানো বড় ভার ,জাগ্রত সমাজ মাঝ ।
কঠিন পথের সন্ধানে,- দিশাহীন এক নাইয়া ,
নাওটি আমার শতছিদ্র, কেমনে যাব বাইয়া ;
হাওয়ার সাথে না ঘুরিলে মরণটাই অনিবার্য ,
ঘনাবে ঘটনা মন্দ গতি- আমার এমনি কার্য ।
(২৩-০৯-২০২৪)--ভ্যাংকুভার , কানাডা ।