ভোজন, সহবাস, বৈরী
পশুরা স্বভাবের স্বার্থী ,
ক্ষুধার জালায় ত্রস্ত -
পেশীবলই তার অস্ত্র ।

যদি পেশী বলে ক্ষমতাসীন -
মানে না চৈতন্যে এ কর্মটা হীন ,
মানবতা ও মনুষ্য ধর্ম
ভুলায় প্রজা- ধরে শাসন কর্ম ।

সাধারণ মানুষের হাল
ভয়ে চুপসে হয় বিকল ,
হলে অরাজক পেশীবল -
সমাজে গজায় এ নিয়মে খল ।

মাস্তান-গুণ্ডা বাড়ে অতিশয়
এ সবই রাজার প্রশ্রয় !
যুগে-যুগে একই ধারা চলে
তারা হয় ধনী পেশীবলে ।

দেশে, পেশীবল প্রাধান্যময়
রাজপাট সামলাতে নাকি -
এ নিয়ম-কায়দা এমনি রয় ।

(১৬-০৬-২০২৪)