পেশী বলের স্রষ্টা রাজাই-হালি ,
স্বৈরাচরী এ আচারে-মহাবলি ;
আদির এ নীতির সূত্রপাত
ঘটে উচ্চস্তরের পেশীবল
তাই এ ধর্ম হয় না উৎখাৎ ,
যুগে যুগে এ প্রথা রয় সচল ।

সদা বড়োরে করে অনুকরণ  
আগের প্রজন্মের এ গুণে মন ,
এ যে মানবতা গুণের হ্রাস
তবুও জনতার পছন্দ এ ফাঁস ।

কার্যে অনৈতিক অরণ্য- আবাদ
ধাপে-ধাপে ডাকা হয় পুঁজিবাদ ;
পেশীবলে শোষক তলে তলে
জনতারে ফাঁসায় আর্থিক জালে ;
পুঁটিমাছ বাঁচে অল্প জলে
ধনাঢ্য মহাসুখে ,পেশীবলে ।

(১৬-০৬-২০২৪)
হালি >  হালে , বর্তমান ।