কুস্তি আখড়ায়
রাজনৈতিক মহড়ায়
সুনামের গতি বাড়াতে
অহরহঃ পেশীবলে মাতে ;
কেহ দোষারোপ করে না তাতে ,
এমনি ভাবধারা কাজ করে জগতে ।
সাম্রাজ্যবাদীর বাজার
পেশীবলে হয় গুলজার ,
দাস তার রক্তচক্ষুর আগে
সর্বদা নতঃশিরে ভিখ্ মাঁগে ;
তার পান্তা ভাতে জোটে না নুন ,
তবু গাইতে হয় পদে-পদে গুণ !
যার নেই ধন,
না পেশীবল অর্জন ,
জীবনে হয় না, সুখের মুখ দর্শন ।
(১৭-০৬-২০২৪)