পেশীবল, তার আইন মানতেই হয় ,
দুর্বল হলে তো কথাই নাই -
অহরহঃ অন্তর মাঝে রয় তারই ভয় ।

দেশের সংবিধান, এক সীমা, মান ,
যদিও গণ্ডি টানা তার আইন নামা ;
চালকের যদি কোলের টান -
কোথায় নিয়মের ধর্ম জামা ?

পেশীবল যদি ওঠে তুঙ্গে -
সবই যে ঘটে পেশীবলে ;
অকাজ-কুকাজ বাড়ে সমূলে ,
পুঁজির শাসন খ্যালে রঙ্গে ।

(১৫-০৬-২০২৪)