কোথায় না রূপ, পেশীবল ?
হাটে মাঠে ঘাটে সর্বত্র চল ,
বাসে- ট্রামে, রেলে ,
জীবনের কর্মস্থলে
খাওয়া নিয়ে মজে
নিমন্ত্রণ মহাভোজে –
হক জন্য লাইনে দাঁড়ালে
কত দৃশ্য ঘটে পেশীবলে ।
অর্ধাঙ্গিনীকে দিতে সামাল
এও এক রূপ, পেশীবল ,
চাকরি, কর্ম পেতে ,
মামা-চাচা, অর্থ বল।
শিশুর উঁচ্চ শিক্ষায়
মুমূর্ষু রোগীর চিকিৎসায় ,
তাও চলে এ বল-ব্যবসা
পেশীবলই সমাধান- উত্তমাশা ।
(১৬-০৬-২০২৪)