কোন ডিটরজন পাউডার -
বা সাবান নেই ,ধুতে এ দোষ !
সমস্ত শিক্ষানিকেতন, জ্ঞানভাণ্ডার
সব ধর্মের দেখি বিফলতা তার ,
এমন কি সমাজের প্রবুদ্ধ
পেশীবল তাঁরাও মানেন সশ্রদ্ধ ;
এ নাকি গুণে, দেব-দত্ত প্রাপ্তি ,
যুগে যুগে অসীমে উল্লেখ আছে গ্রন্থী ।
এ রত্ন পৌরুষের দখল
মান্যতা পেয়েছে বাস্তব ধরাতল ;
সমাজে বেড়ে আছে বহুল চল -
অত্যাচারীর চলে পেশীবল ,
প্রয়োগ উপর আর্ত, নারী ,দুর্বল ।
(১৬-০৬-২০২৪)
গ্রন্থী > গ্রন্থ বিষয়ক ।