“পিপীলিকার পাখা ওঠে মরিবার তরে”
ভালোবাসায় বন্ধু মনকে জয় করে ,
মানবতা- উদারতার নিয়ে সুযোগ
অকালে ডেকে আনে দুর্যোগ ।
ধর্মের জোয়ালে কাঁধ দিয়েও
সময়ে জ্বলে না তার উনুন !
জাত-জাত , উঁচ-নীচ, ধরে -
সমাজে টানছে ঘানি সকরুণ ,
অকালে মরে ভাগাড়ে পড়ে ।
ধার্মিক তবু পর সম্পদ লুণ্ঠন -
অবোধ মায়াজালের অবগুণ্ঠন ;
বোঝে ধর্ম, চায় না সর্বমঙ্গল -
যত্তো সব বকধার্মিক খল ।
তার না আশ, না বসবাস -
প্রেম বন্ধনে না থাকা খাস ,
তাই কিন্তু দেখা কর্মগুণে -
চারিদিকে ভরা ক্রন্দনে ।
(২৩-১১-২০২৪)
আশ > আশা । খাস > মুখ্য ।