পেশীবল পৌরুষের লক্ষ্যণ
এ বলের মহিমা হয় খর্ব
যদি চলে আচার হীন অনুশাসন ,
তবু, বলধারীর এতেও হয় গর্ব ।
হলে শিক্ষিত জন, হয় নম্র ,
তবে, পেশীবল কাদের কর্ম ?
সমাজ দেশ সততাবলে চলে
পেশীবল কারা দেখায় সর্বাঞ্চলে ?
অন্যায়ে অপরের হক কাড়া
ওরাই পেশীবল নিয়ে আত্মহারা ।
(১৫-০৬-২০২৪)