একেই বলা হয় মৌলবাদ -
এ বাদ কোন বিশেষ ধর্মের নয়- আবাদ ;
ধর্মে, গোড়ামীর অঙ্গ সচরাচর সর্বধর্মে ,
যদি দেয় এ হেন সংবাদ -
সবই হবে, একই পর্যায়-- মৌলবাদ ।

এ বাদ সমাজে মানবতার শত্রু
তবু, মাতৃস্নেহে আবেগ ভরে
যদি কেহ কোলে নিয়ে লালান করে ,
বুঝতে হবে এ কর্ম , বিনাশ হেতু ।
যুগ-যুগ ধরে গড়া এ মানবতা ধর্ম
শতছিন্ন হবে, একতার সেতু !

ভাইচারা-সহঅস্তিত্ব ,ধর্মনিরপেক্ষতা
হতে পারে মান্যতে মনুষ্য অক্ষমতা ,
না বোঝায় বা অভাব সে দক্ষতা
ধৈর্য্যতে কোন প্রকার হার না মানি
দূরিতে হবে মনুষ্য মাঝে এ ফাঁটল কমি ;
কাজে লাগিয়ে, সময় ও সুযোগ -
দূর করা হোক এ বৈষম্য রোগ ,
চাষ করা হোক মনের ঊষর জমি ।

(০৩-১০-২০২৪)
আজিজ বিন নুর০৩/১০/২০২৪, ০৯:০৮ মি:
“কঠোর মৌলবাদের বিরুদ্ধে অনন্য ভাবনার মানবিক কবিতা”........
বুলবুল আসাদ০৩/১০/২০২৪, ০৯:৫৬ মি:
মানবেনা জনতা এমন দৃষ্টতা
জীবন দিয়ে লড়ব সবাই
করবো নিপাত মৌলবদীতা।
বুলু বিশ্বাস০৩/১০/২০২৪, ১২:২২ মি:
দেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছর হলো ওরা স্বাধীনতার আগের বছর
যেতে চায়, তাই কি চলে গেছে ! ধর্ম যার যার তার তার দেশ আমার ।
শরীফ এমদাদ হোসেন০৩/১০/২০২৪, ২২:২৮ মি:
কষ্ট পাচ্ছি, খুবই কষ্ট পাচ্ছি।..........
কেউ শান্তিতে থাকতে ভালোবাসে, কেউ অশান্তি
আমার লেখা “বাংলাদেশে নূতনত্ব” (০৩-১০-২০২৪) সেখানে তার মূল্যবান হৃদয়জয়ী মন্তব্য পেয়ে মান্যবর প্রিয়কবিদের হার্দিক সম্মান জানিয়ে ,আসরে তাঁদের নামে আমার এ লেখা উৎসর্গ করা হল ।