দেশের লোক আজ কি-না খুশী-
খুশী হয়েছে পাকিস্তান !
নিজের দলে ভারী পেয়ে
আহ্লাদে তিনি ডিগবাজি খান ।
দরকারে নীতি সর্বদা বদলায়
তারা বাঁচে বেইমানী ভাবনায় ;
শত্রর কাছে লেজগুটিয়ে -
দুয়ারে দুয়ারে ভিক্ষা চায় ।
যায় না মান, সদ্দাম তাড়াতে
আমেরিকা ভাবে আপন ,
মিটেছে খোয়াব ,নয়া হাবভাব
তারা, চীনকে চায়--- এখন ।
সময়ে, তাকেও করবে চিৎ
এ ভাবনা না মোটে ক্ষীণ ,
এমনি ধর্মাচারে গড়া ভিত্ -
কাজে লাগাবে-- একদিন ।
এ বিষয়টা সবার জানা
আসল কথা জাতকে টানা ;
মূর্খ থাকলে চতুর সেয়ানা ,
কম পড়ে না আহার- দানা ।
(০৮-০৮-২০২৪)ভ্যাংকুভার , কানাডা ,