বিশ্ব আকাশ রণসম্ভারে -
চারিদিকে আজ হুঙ্কার ছাড়ে ,
রথী-মহারথী কোমর বেঁধেছে -
কথা কয় না কাউকে ছেড়ে ;
যে মানুষ আজ উন্নত ধরায় -
তারাই আবার ধ্বংস চায় !
বোঝা মুশকিল কে নেয় প্রতিশোধ ,
কারা এরজন্য ভুগিবে দুর্ভোগ ?

বিশ্বযুদ্ধ যেখানেই হোক -
সব মানুষের বাড়বে শোক ,
যত গরীব, চুনোপুঁটির মত -
অভাবে না খেয়ে হবে হতাহত ।
তবু কিসের, রাগ-হিংসা-বিদ্বেষ ?
নিছক চাহ- শত্রু-শত্রু শেষ ।

মূর্খের এক সীমা থাকে -
ধুরন্ধর সে কম পড়বে বিপাকে ,
এ যুদ্ধকে সমর্থন দেওয়া -
গরীবের ভাগ্যে বিফল মেওয়া ।

বিশ্ব জনতা রুখে দাঁড়ালে
কার সাধ্য, ধুরন্ধর লড়ে ?
একমাত্র রক্ষক সে সাধারণ জন
তারাই পারে রুখতে এ রণ ।

(২০-১০-২০২৪)