আজকাল পৃথিবীর ধুরন্ধর, উপদেশে মশগুল ,
খুঁজে বেড়ায় ফাঁক-ফোঁকরে ভুল ,
যুদ্ধ যুদ্ধ খেলা , একাজে যেন তুল ;
ধনের উপর মেরে কুন্ডলী -
স্বার্থ নিয়ে পর- উপর উঠায় অঙ্গুলী ।
ছাড়ে না লাভের মোহ একতিলও
উপদেশের বুলি অকাট্য ধারালো ,
কেহ আবার যুদ্ধ-যুদ্ধ উসকায় -
ভাবে, অস্ত্রের আয় না ফসকায় ।
কিছু আছে, নিছক জাতির হাড়বজ্জাৎ -
ভাবে, হোক সব ধ্বংস !আসুক কেয়ামত ,
শিশু-নারী আস্থার কাছে দুয়া মাঙ্গে ,
কেন ? কেন ? এ নির্মম লাঞ্ছন মোদের ভাগ্যে !
আজকাল ধুরন্ধররা উপদেশে- মশগুল ,
নির্মম মানব ক্ষয়ে, দিচ্ছে ভীষণ তুল ।
(১৯-১০-২০২৪)