চিন্তাগুলি সব গুলিয়ে যায়
ঘুরপাক খাই শূন্য মাথায়  -
কি বুঝি, কি বলি, অবোঝা ভাবনায় ।
যুগটা আজ যে ভীষণ জটিল –
কঠোর পরিশ্রমে রক্ত হয় নীল
তারপর খেঁটে খেঁটে জোটে না সুখ ,
তবু সরবে দেশ নিয়ে খুলি না মুখ ।

উপরওয়ালা তাঁর উপর ন্যাস্ত মন ,
সমস্ত চিন্তা ভুলে রই স্থির- মগন ।
কবে ? আর কখন সুদিনে ফিরবে দিন
ছটফটায় ভাগ্য, পরিহাসে সে পুঁটি-মীন ।

উপরওয়ালা, উপর তালারে করে আদর
সুখ লাগি কত কত বিছান তিনি চাদর !
ধনী গরীব ভেদ ,বলা নিষেধ !
হবে না, হবে না, মুক্তি সে ভাগ্যহারা -
প্রভুর বিধান, গত পাপে উচ্ছিষ্ট তারা ।

(০৯-০২-২০২৫)