ও, মন-রে ! ভালোরে কেবল বুঝিলি না ,
একটু সবুর কর ;কষ্ট হয় পোহাতে
যোগাড়ে লাগে প্রচুর তেল সলতে ,
আরো লাগে তোষামোদ ,ধরাধরি নানা ;
সংগ্রহ হলে সে পুণ্য করম -
সুখ মেলে এ মনুষ্য জনম ।

কাদা ঘাঁটা নিয়ে তাল-বাহানা -
চোখ থাকতেও হ’লিরে কানা ,
হ’ল না জ্ঞান আসল যে জানা
করলি শুধু নিজেরে ছলনা ,
মন-রে !ভালোরে কেবল চিনিলি না ।

দেখরে মন, সময় বয়ে যায়-
সামনে কালো আঁধার ঘনায় -
এমন সুমধুর দিন আর পাবি না... ,
আগে দুর্দিন, তারা দেবে হানা -
এখন ছাড় ! তুচ্ছ মিছে ভাবনা ,
মন-রে ! নিজের ভালো তুই বুঝিলি না ।

যারে তুই ভাবিস সোনা -
সে যে নুড়ি-পাথরপনা ,
মিছে মায়ায় রাখিস ধরে
অঢেল জমা সিন্দুক পুরে -
হুঁশে ফের ! কাজের না খজানা ?
মন-রে !ভালরে কেবল বুঝিলি না !

  (ইং-১৬-০৩-২০২০)