কয়েদী স্পার্টাকাসের মুক্তির লড়াই
বাস্তিলের পতন, ফ্রান্সে প্রজার ক্রান্তি ,
রাশিয়ার মজদুর- কিষাণের দ্রোহ
সবই সফলতা আনে মানব চেষ্টায় ।

এখনো বিশ্বভর উথল -পুথল
স্বার্থান্ধ ধুরন্ধর বাজিকর
খেলা দেখায় খুনখারাবার ,
না শুনে, না বুঝে, না দেখেও -
জনতাও কম যায় না সব শিখেও ,
ক্ষুদ্র স্বার্থে সমর্থন করে তার ।

অবহেলিত, শোষিত ,সরল যারা
না গর্বের জীবন, বাঁচা ও মরা
সমস্যা সেখানে বিশেষ নয় ?
যারা জ্ঞানি-সর্বজান্তা নিজেরে কয় !
এই অহং অসহিষ্ণুতা মানব শক্তি-
নিজ-নিজ দ্বন্দ্বে সমস্ত করে ক্ষয় ।

গুণে, কুট-কুট ভরা চৈতন্য হুঁশ ,
চাইলে সব পারে সমাজের মানুষ ।
(২৭-০৬-২০২৪)

“জনতাই পারে-১” ,আমার কাব্যের অপূর্ব মন্তব্য দানে ,
প্রবুদ্ধ কবি শ.ম,শদীদ তাঁর সম্মানে, আমার এ ক্ষুদ্র প্রয়াস ।
“গর্জে ওঠার দিন
চোরাস্রোতে লীন
শূন্যঝুলি- ফাঁকাবুলি মুখে কথার খই
স্বীয় হাতে সাড়েতিন একটুও কম নই” শ.ম. শহীদ২৮/০৬/২০২৪, ০০:৪২
******************************************
রোম সাম্রাজ্যে , কৃতদাসদের জেলে নির্যাতন দেওয়া হত । সেখানে মুক্তির জন্য  আদি বিদ্রোহী স্পার্টাকাস বাকি কয়েদীদের নিয়ে মুক্তির জন্য ১০৩--৭১ BC, সংগ্রাম চালায় ।
প্রথম ফ্রান্স ক্রান্তি ১৭৮৯---১৭৯২ চলে এবং প্রথম লোকতন্ত্র সেখানে সংগঠিত হয় । দুর্গ , বাস্তিল পতনের দিনকে (১৪-০৭-১৭৮৯) ফ্রান্স ছুটির দিন ঘোষণা করে ।
রুশক্রান্তি , ১৯১৭-১৯১৮ , সর্হারা মজদুর বর্গের রাজ-সাম্যবাদ কায়ম হয় ।