নদী বয়ে যায়
কখনো প্লাবনে জনপদ ভাসায়
আবার সে শান্ত শীতল
আমরা পান করি নদীজল ।
সেজে মাতৃসমা সুধা বারিবিন্দু
সে বয়ে চলে অজানা সিন্ধু -
করে না বড়াই তার মহত্ত্ব-গুণ ।
চাইলে মানুষ পারে তারে
রুখতে ঊষর জমি ’পরে ,
ফসলে ভরে দিতে শতগুন ।
না মেতে সিনেমার গান -
আগে যারা দিয়েছেন ধ্যান ,
ধন্য সে দেশ, জাগরণে বেশ
ফসল নিয়ে সুখে তারা অশেষ ।
অস্ত্র নিয়ে মিছে গড়ে ভীতি
স্ফূর্তি ও ঢলাঢলি রাজনীতি ,
জীবনের নহে এ মুখ্য সারবিন্দু
হই যেন উদার -শান্ত সিন্ধু ;
চাইলে মানুষ পারে সুখে বাস ,
যদি জাগে দেশপ্রীতি, গর্ব-আশ ।
(২৭-০৬-২০২৪)
আশ > আশা ।