বন্দুক ছিল কামানও ছিল
ছিল উপযুক্ত কাপ্তান ,
কি যে হল পালাশীর প্রাঙ্গনে
আজো তার অনজান ।
কেহ বলে, দোষী মির্জাফর
কেহ বলে, আবহাওয়া ,
বাস্তবে খাটে উত্তরটি তার
পরাধীনতা গা সওয়া !
রাম আনে পুনঃ অযোধ্যাতে
আত্মবলও ছিল তাঁর ,
আজ, কি করে কি যে হল -
হল না যে ৪০০-পার !
ভরসা পায় না জনতা সেথা
ক্ষুধায় কাতর ভাতে ,
মানুষ চাইলে সবই পারে
সন্দেহ নেই তাতে ।
(৩০-০৬-২০২৪)