কত জনতা ক্ষুধিত পেটে ,
খাটে তবু ভাত কৈ জোটে ।
কোন দেশে অঢেল খাদ্য
না ফাঁকি, নিরলস তারা খাটে ।
জ্ঞান-বিজ্ঞানে উন্নত তারা
কাজে লাগায় প্রকৃতি-সম্পদ ;
পরদেশে বাজ়ায় না হাত -
ডাকে না অজানা আপদ ।
চর্বিতে পুরু- পুরুত পাণ্ডার
উপদেশে পুষ্ট দেহ-ধড়
অহরহঃ ন্যাস্ত, নিয়ে খবর ,
এত করেও অশেষ কাঙাল
সদা যে রই পর নির্ভর ।
আত্ম চেতনায় জাগলে মানুষ
সময়ে সব করতে পারে ,
ছোট-ছোট দেশ উন্নতি করছে
কে রোখে কোটি জনতারে ?
(৩০-০৬-২০২৪)
রোখে > ঠেকায় , বাধা দেয় ।