জনতার জাগরণ এমনি এক বিষয়
যার সাম্রাজ্যে সূর্য্য ডোবে না
তাকেও চলে যেতে হয় !
নবজাগরণে ইন্ধন যোগায় , কবি সহিত্যিক
আছে সাংবাদিকের নিরপেক্ষ ভূমিকা ,
জনতারও স্বতঃস্ফূর্ত এগিয়ে আসা উচিত
ছেড়ে ভেদাভেদ হিংসা অহমিকা ।

কালে কালে আছে প্রচুর নিদর্শন
জাগলে মন সব পারে সে জনগণ -
হলে ভাব সততা ও ত্যাগী ধরম ,
কোন কার্যে জনতা নহে হীন
চাইলে পারে অচিরে আনতে সুখের দিন ।

(২৬-০৬-২০২৪)