দেখে পাখী, মানুষ করিত হাহুঁতাশ ,
পারত না উড়তে পেয়েও মুক্তাকাশ ;
কোন দিন কেহ ভেবেছিল কি মনে
চড়বে সানন্দে দূর গগনে সে প্লেনে !

মানুষ চায় অন্ধকারকে করতে হীন
বৈদ্যুতিকবাতি জ্বালায়,-আনে সুদিন ,
চমৎকারে ভরা টইটুম্বুর এ পৃথিবী -
তার মাঝে মহা আপদ সে হিংসা হাবি ,
তালগাছ চড়তে বাকি আড়াই হাত -
হিংসাটুকু শুভকাজকে দেয় বাজিমাত্ ।

(২৭-০৬-২০২৪)
হাবি > প্রভাবি ।

Orville And Wilbur Wright Brothers
এই দুই ভাইকে, উড়োজাহাজের সূত্রধর মানা হয় ,যদিও এর আগে ও পিছে জনতার আছে হাত ।
Franklin ,Volta ,Faraday, Edison,Tesla এঁদেরকে ইলেকট্রিসিটি আবিষ্কারের জনক বলা হয় তবুও আরো লোকের হাত আছে ।