মনেতে গিঁট মতেও গিঁট ,
গিঁটে -গিঁটে অন্ধকার ;
গিঁটের জ্বালায় ব্যাপক বাধা
আদর্শের হয় না সুধার ।
চাইলে উত্তম মনুষ্য জীবন
সরলতায় যায় বাঁচা ,
হতে হয় না এ জটিল গিঁটে
বন্ধনের দাসে বাঁধা ।
নিয়ে গিঁট, না সমীক্ষা,
চর্চাও হয় না মোটে ;
গোঁজামিলের এ সংসার ,
মরছে মানুষ খেটে ।
সব সমস্যার আছে উপায়
পেতে পারে দুঃখ পার ;
যদি মঙ্গল জন্য চিন্তা জাগে -
সমস্যা নিদানে তার ।
(৩০-০৬-২০২৪)
এখানে গিঁট মানে জড়তা ।
সুধার > সংশোধন ।