নিজের নিজের করে শুধু
ভাবনা নিয়ে বিচার ,
মনটা ভরা পর-অনিষ্ট
শোষণবাদী আচার ।
প্রতিহিংসায় মত্ত সজাগ
তেলে বেগুনে জ্বলে ,
মানবতা আর শিষ্ঠাচার
অকালে যায় চলে ।
অহং ও আত্মাভিমান যদি
বিবেকে পুড়িয়ে মারে ,
বিভেদের মাঝেও স্বর্গ সুখ ;
চাইলেই মানুষ পারে ।
(২৭-০৬-২০২৪)