যদিও কোটি-কোটি টাকা ব্যয়
তবু, আয়োজনে হয় বেশী আয় ,
মহাকুম্ভ তীর্থপর্ব শেষ হ’ল
সবে পেল আস্থায় জীবনালো ।
কত সুখ- দুঃখ যাতনার ,
দিব্য চিত্র ভরা রবে তার -
পুণ্য-আর্তি রা তীর্থে গড়ে ঘাঁটি
সরকারী মতে ছেষট্টি কোটি ;
মন্ত্রী বলেন, আমরা লাভান্বিত ,
এ ধারায় দেশ বাড়বে অবিরত ।
এখানে বলার কিছু নাই -
ভক্তরা যে দলে ভারি
শেখা আছে বুলি, সরকারী ,
এ চিন্তায় মনে সুখ পাই ।
শোক-তাপ-অভাব-বেকারী
ভবিষ্যৎ চিন্তা সব ভুলে -
পরজন্মদের কথা শিকেয় তুলে ,
সায় দিতে বাধ্য, হয়ে বেচারী ।
(২৭-০২-২০২৫)