যখন এসেছ এ ভবে
ও ভাই !ভালবাস সবে ,
ঘরে নেই চাল -
কেন হুঙ্কার যুদ্ধে চল ?
সাইকেল বেশ দরকার
কিনতে চাও হেলিকাপ্টার !
ধর্ম দ্বারা- উস্কানি
যুদ্ধ নিয়ে মস্তানি -
কারা এসব করে ?
যারা, আঁচ পায়নি ঝড়ে -
পেলেও বা কী ?
নিজ বোধকে ফাঁকি ।
কান নিল সে চিলে -
এমনি বোধে চলে ,
ধর্ম সেরেই,- বেহেস্ত !
পাপাচার ,দায় মুক্ত ।
কালিদাসের ডাল কাটা -
এ চিন্তনে দেমাক পাটা ।
(০৮-১২-২০২৪)