কিছু আছে,- ধ্বংস চায়
বিষ ভরা তার- আত্মায়
সে পাশবিক সুখ আশায়-
আপন-পর- করে ক্ষয় ।
ধ্বংসের ছাই গায়ে মেখে
নকল ব্যোমকেশ সেজে ,
পেতে চায় সশরীরে স্বর্গ ;
অখাদ্য- অকর্মের ঢেঁকি -
কত দেবে শিক্ষায় ফাঁকি ?
এরাই মানব শত্রু-বর্গ ।
যুগ ধরে একই ভাবনায়
বাস্তবে কুয়োতে রয় ;
বোঝে, ন্যায় ও অন্যায় -
পর ক্ষতি যে শিক্ষায় ।
সমাজে দুঃখ পাহাড় ভরে
বাঁচা হীনমন্যতা ধরে ।
(০১-১২-২০২৪)