ট্রাম্প এক প্রতাপী শাসক -
বহুমতে মেলে তার আসন ,
অঢেল অর্থ , অহংকার গুণে -
আশ্চর্য চকিত করলেও শাসন
যদিও গড়ে না এক জ্ঞানী ;
তার কর্ম ও উক্তি যোগে -
আছে হীনতা ,তা’ও জানি ।
নারীকুল ’পর , কটূক্তি !
দেখায় যেন মনগড়া শক্তি ,
বোঝা যায় তার জ্ঞান-দৌঁড়
হাতির মাখার অধিক -
কাজ করে তার শুঁড় ।
(৩১-০৩-২০২৫)
৩০-০৩-২০২৫-আমেরিকার ন্য়ুজর্সীতে একমহিলা পত্রকারের প্রশ্নের জবাবে, ট্রাম্প-- মহিলা পরিভাষার উপর বলেন, ৪-টি উত্তর । তার মধ্যে মুখ্য (১)- নারী হতে হলে সন্তানের জন্মদাত্রী হতে হবে ।